Wednesday 31 July 2013

HTML, CSS জ্ঞান ছাড়াই তৈরি করে ফেলুন ওয়েব ডিজাইন, ওয়েব টেম্পলেট শুধু একটি সফটওয়্যার ব্যবহার করে

কেমন আছেন সকলে, আশাকরি অনেক অনেক ভাল আছেন। না থাকলে ভাল হয়ে যাবেন আমার এই পোস্ট টা পেয়ে। প্রথমেই বলে রাখি এই সফটওয়্যার টির সম্পর্কে প্রথম জানতে পারি প্রবাসী ভাই এর কাছে।

আমরা অনেকেই ওয়েব ডিজাইন করতে পারি না । ওয়েব ডিজাইন করতে হলে কিছু কোডিং এর সাথে ফটোশপ ও জানতে হয় । কিন্তু তা কয়জনে পারে ? কিন্তু এই Artisteer v4  দিয়ে আপনি Html, Xhtml , CSS ও ফটোশপ না জেনেই খুব সহজে তৈরি করতে পারেন ওয়েব ডিজাইন টেমপ্লেট,জুমলা টেমপ্লেট, ড্রুপাল থিমস , ওয়ার্ডপ্রেস এবং ডটনেটনাড স্কিন কোনো প্রকার দক্ষতা ছারাই।
Artisteer –ই একমাত্র অটোমেশন প্রোডাক্ট যা দিয়ে তাৎক্ষনিক দৃষ্টিনন্দন ও ইউনিক ওয়েবসাইট এবং ব্লগ থিমস তৈরি করা যায় ।

আসুন জেনে নেই এর কিছু ফিচার সম্পর্কে

  • ১। মিনিট এর মধ্যেই তইরী করতে পারবেন আপনার সাইট এর টেম্পলেট।
  • ২। ব্লগার, জুমলা, ওয়ার্ডপ্রেস এবং অন্যান্য সিএমএস এর জন্নে টেম্পলেট ব্যাবহার করা যায়।
  • ৩। কোন ফটোশপ, সিএসএস, এইচটিএমএল বা অন্যান্য প্রযুক্তির শেখার প্রয়োজন নেই।
  • ৪। খুব সহজেই পেজ,কণ্টেণ্ট, লেআঊট গুলো পরিবর্তন করতে পারবেন।
  • ৫। এর মাধ্যমে আপনি পাবেন অসংখ্য অনলাই টেম্পলেট যা সহজেই মডিফাই করতে পারবেন ও আপনার পসন্দ মতো গড়ে তুলতে পারবেন।
  • ৬। ব্যাবহারে অনেক মজা ও কাজ করতেউ অনেক মজা পাবেন।এছাড়া আর অনেক কিছুল।
সফটওয়্যার টির সম্পর্কে আর বিস্তারিত জানতে পারবেন তাদের অফিসিয়াল সাইট এর লিংক এ এখান থেকে
এছাড়া আপনার যদি ব্যাবহারে কোন প্রব্লেম হয় তাহলে আপনি youtube এ সার্চ করে দেখতে পারেন বা কমেন্ট করুন আমি ভিডিও আপলোড করে দিব। এই সফটওয়্যার টির বাজার প্রাইছ  Home & Academic Edition 49.95$ ও  Standard Edition 129.95 $ যার টাকায় হয় ৩৮৯৬ টাকা ও ১০১৩৬ টাকা মিনিমাম, কি টেনশনে পরে গেলেন নাকি, আরে ভাই সমস্যা নাই আমি এখানে আপনাদের কি ফাইল সহ দিয়ে দিচ্ছি, যার মাধ্যমে আপনি একদম ফ্রি পাবেন এই সফটওয়্যার টি।

কিছু ইনফর্মেশন:

এটি ব্যাবহার এর জন্নে আপনার পিসি এর রেম মিনিমাম ২জিবি হওয়া ভাল, তা না হলে অনেক সময় এই স্লও এবং হাং এর সমস্যা হতে পারে। আবার অনেকের সমস্যা নাও হতে পারে।
বিদ্রঃ এই সফটওয়্যার টি অনেক কজের হলেও HTML,CSS কে ছোট বা ও ওকাজের মনে করা ঠিক না, যতই বলেন এইচটিএমএল, ও ছিএসএস কিন্তু বস।
তাহলে দেরি কেন আজকেই ডাউনলোড করে নিন
সফটওয়ারটি BOX এ আপলোড করা আছে ১২০ এমবি
ডাউনলোড করুন এখান থেকে।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

 
Copyright© ATIKRAZ