Thursday 22 August 2013

পিসিতে গ্রামীণফোনের ফ্রি নেট (ফাইনাল টিউন) + অটো ডিসকানেক্ট সমস্যার সমাধান!!!

রথমে আপনাকে পি১ প্যাকেজ ব্যাতিত অন্য যেকোনো প্যাকেজ একটিভ করে নিতে হবে।
এরপর আপনার মোডেম / পিসি সুইট সেটআপ করে নিতে হবে।
পিসি সুইট সেটআপ:
১। নোকিয়া পিসি সুইট ওপেন করুন।

২। এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে (স্ক্রু ড্রাইভার আইকন) ক্লিক করুন।

৩। এখানে:

Select Network Operator অপশন থেকে Configure the Connection Manually অপশনে ক্লিক দিয়ে নেক্সট বক্সে ক্লিক করুন।
৪। এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।

৫। এরপর কানেক্ট দিন। প্রথমবার কানেক্ট হতে হালকা সময় নেবে।
এরপর সরাসরি মোজিলা ফায়ারফক্স স্টেপস টিতে চলে যান - - - - -
জিপি মোডেম সেটিং:
১। প্রথমে দেখুন কারেন্ট আছে নাকি!!! আশুগঞ্জ বির্দ্যুৎ কারখানার কয়েকটি মেশিন বন্ধ হয়ে যাওয়ায় এই হবিগঞ্জ এরিয়ায় দিনে ৬ ঘন্টা কারেন্ট পাওয়া যায়!
২। এরপর আপনার পিসি/ল্যাপটপ টি ওপেন করুন।
৩। গ্রামীণফোন মডেম অথবা নোকিয়া পিসি সুইট কানেক্ট করুন।
৪। যেহেতু আমার নোকিয়া পিসি সুইট মানে নোকিয়া সেট নাই তাই আমি গ্রামীণফোন মডেম দিয়ে দেখাচ্ছি, পিসি সুইটেও একই নিময় বজায় রাখুন।
৫। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন হউক। এরপর টুলস>অপশন এ যান।

৬। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান।

৭। এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:

Profile Name:
GPMMS
APN Type:
Static
APN:
gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৮। এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন!

প্রথম বার কানেন্ট হতে হালকা সময় নেবে।****


এখন আপনাকে দুটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, নিচের লেখায় ক্লিক করে সরাসরি ডাউনলোড দিন:
১। প্রোক্সিমাইজ - সাইজ ৩ মেগাবাইট,
২। অটো ডায়ালার - সাইজ ৪০০ কিলোবাইট।
প্রোক্সিমাইজ:
প্রোক্সি মাইজ সফটওয়্যারটির মাধ্যমে এখন আর আলাদা করে কোনো প্রোক্সি লাগবে না। এতে আপনি আপনার গোপনীয় সাইট (যেমন ফেসবুক, জিমেইল) মানে যেসব সাইটে পাসওর্য়্যাড দিয়ে ডুকতে হয় তা করতে পারবেন। হ্যাক হবে না।
স্টেপস:
১। সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।
২। সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।
Name:
GameWala
Serial:
2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D
এই তথ্য দিন।
৩। উপরের দিকে নতুন প্রোফাইল বাটনে ক্লিক করুন।


৪। একটি ডায়ালগ বক্স আসবে। এখানে এডড বাটনে ক্লিক করুন।


৫। এখানে এড্রেস বারে লিখুন ১০.১২৮.০০১.০০২ এবং Port বক্সে লিখুন ৮০৮০, প্রোটোকল HTTP নির্বাচন করে বেরিয়ে আসুন। CLICK OK


এরপর প্রোগ্রামটি মিনিমাইজ করে অটো ডায়ালার সফট টি ওপেন করুন।

এরপর অটো ডায়ালার সেটিং করতে হবে।


অটো ডায়ালার:
এই সফটওয়্যারটির মাধ্যমে নেট বিচ্ছিন্ন হবার সাথে সাথে আবার অটো কানেক্ট হয়ে যাবে। এজন্য আপনাকে প্রথমে প্রোক্সিমাইজ সফটটি চালু রেখে অটো ডায়ালার চালু রাখতে হবে, (মিনিমাইজ করে রাখবেন নেট ব্যবহারের সময় এই দুটি সফট)
ব্যাস! এবার আপনার পিসিতে যেকোনো ব্রাউজার দিয়ে নেট ব্রাউজিং করতে থাকুন।
ডাউনলোড এর জন্য আইডিএম ব্যবহার করুন।



ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহারের নিয়ম:
আইডিএম ওপেন করে অপশন বারে ক্লিক করুন, সেখান থেকে প্রোক্সি সেটিং এ যান। এখানে Https বক্সে ১০.১২৮.০০১.০০২ এবং পোট ৮০৮০ লিখুন। ব্যবহারে সমস্যা হলে Http বক্সেও লিখতে পারেন।



এবার সরাসরি ডাউনলোড করুন!!!


টরেন্ট ব্যবহারের নিয়ম:
১। যেকোনো টরেন্ট সফট যেমন ইউ টরেন্ট  ওপেন করুন, সেখান থেকে অপশন>পেফারেন্স এ যান।



২। প্রেফারেন্স ডায়ালগ বক্স থেকে কানেকশনস অপশনে ক্লিক করুন।

৩। এখানে প্রোক্সি টাইপ বক্সে HTTPS নির্বাচন করুন। এরপর প্রোক্সি ঘরে লিখুন 10.128.001.002 এবং পোট ৮০৮০।


নিচের use proxy server to peer-to-peer connection বক্সে টিক চিহ্ন দিতে পারেন যদি কাজ না করে বৈকি!
৪। এবার টরেন্ট ডাউনলোড শুরু করুন।

এন্টিভাইরাস আপডেট:
এই পদ্ধতিতে ওই সকল এন্টিভাইরাস আপডেট করা যাবে তাদের আলাদা প্রোক্সি সেটিং থাকে। যেমনটি এই এ্যাভাস্ট এন্টিভাইরাস।
১। এ্যাভাস্ট এন্টিভাইরাস সফট ওপেন করুন, সেটিংস অপশনে ক্লিক করুন:


২। সেটিংস ডায়ালগ বক্স আসবে, এখানে আপডেট অপশনে ক্লিক করুন এবং নিচের দিকে যান।


৩। নিচের দিকে প্রোক্সি সেটিং অপশনে ক্লিক করলে একটি পপ-আপ ডায়ালগ বক্স আসবে। এরপর নিচের ছবির মতো সেটিং করে বেরিয়ে আসুন।


এবার প্রয়োজন মতো আপডেট দিন। :D :p



Sunday 4 August 2013

এন্ড্রোয়েডে ফ্রী নেট চালান Opera দিয়ে (1000000% Working, NO HANDLER) !!!

যা যা লাগবেঃ
• এন্ড্রয়েড মোবাইল
• একটা GP Sim
• Opera Mini
আগের কোন Opera Mini Install করা থাকলে তা Uninstalll করুন। তারপর নিচ থেকে Opera Mini ডাউনলোড করে নি্ন।
http://www.mediafire.com/?f2ipmxy2oi8mv8w
Medifire Password: sany5491
ডাউনলোড হয়ে গেলে Opera Mini টি Install করুন। থামেন, থামেন!!! এখন Opera টি open করবেন না।
Open করার আগে একটি Manual Configuration Setting করে নিন ।
Settings>Wireless and networks>Mobile networks(SIM 1/2 যেটি আপনি ইউস করবেন)> Access Point Names এ যান। তারপর অপশন এ ক্লিক করে New APN এ ক্লিক করুন। আবার নিচের Step গুলো Follow করুনঃ
Name: যেকোন নাম
APN: gpinternet
Proxy: 141.0.11.253
Port: 80
Username: (keep blank)
Password: (keep blank)
Server: internet.grameenphone.com
MMSC: (keep blank)
MMS proxy: (keep blank)
MCC: 470
MNC: 01
Authentication type: None
APN type: interner+mms
এবার Configutarion টি Active করুন।
তারপর GPS on করে Opera Open করুন।
আর ঝাপিয়ে পরুন unlimited browsing & downloading এ।
[বিঃদ্রঃ প্রথমে Opera Open করার সময় আপনার সিমে দুই-তিন টাকা রাখবেন এবং P1 প্যাকেজটি Active রাখবেন। অন্য কোন প্যাকেজ Active থাকলে সমস্যা না। Browsing & Downloading এর সময় মোবাইলে টাকা না রাখাই ভাল <a href="http://facebook.com/atik.raz">ফেসবুকে আমি</a>

Airtel -এ মাত্র ৩০ টাকায় ১GB ইন্টারনেট (আপনি ও পাবেন)

আপনি চাইলে আপনার airtel সংযোগ থেকে ৩০ টাকায় 1 gb ইন্টারনেট পেতে পারেন। খুব সহজ একটি বিষয়।
  • ম্যাসেজ অপশনে লিখুন P10 আর পাঠিয়ে দিন 5000 নাম্বারে। এর মেয়াদ পাবেন ৩০ দিন।
  • তবে সবার আগে একটি কথা হলো- এটি শুক্র আর শনিবার ছাড়া ব্যবহার করা যাবেনা।
৩০ টাকায় যদি মাসে ৮/১০ দিন ইন্টারনেট চালানো যায় তাও কম কিসের

 
Copyright© ATIKRAZ